বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাঁচ মাসেই ২৪৪ শিশু ধর্ষণের শিকার

গত বছরের চেয়ে বেড়েছে ৫০ ভাগ

মাহবুব মমতাজী

দেশের শিশুদের অবস্থা দিন দিন নাজুক থেকে নাজুকতর হচ্ছে। চলতি বছরের পাঁচ মাসেই ২৪৪ শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত এক বছরে ৪৪৬ শিশু ধর্ষণের শিকার হয়েছিল। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই সে হিসাব ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। শিশুদের ওপর অন্য ধরনের নির্যাতনও বেড়েছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের শিশু অধিকার পরিস্থিতি নিয়ে করা এক প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।

গত বছর থেকে চলতি বছরের প্রথম দিকে শিক্ষকের হাতে শাস্তি, পায়ুপথে বাতাস, চুরির অপবাদে দরিদ্র ও শ্রমজীবী শিশুদের পেটানোসহ অন্যান্য নির্যাতন বৃদ্ধির ঘটনাও রয়েছে। তবে তুলনামূলকভাবে গত বছরের চেয়ে ধর্ষণের পর শিশু হত্যার হার কিছুটা কমেছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা ও যথাযথ প্রয়োগের অভাবে এ সমস্যা দিন দিন বাড়ছে। এ থেকে উত্তরণে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি তৎপর হতে হবে।’ শিশু অধিকার ফোরাম সূত্রে জানা গেছে, গত এক বছরে ৪৪৬ শিশু যৌন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়। এর মধ্যে ৬৮ শিশু গণধর্ষণের শিকার হয়। চলতি বছরের পাঁচ মাসে (জানুয়ারি-মে) শিশুর ওপর এ ধরনের ঘটনা ঘটেছে ২৪৬টি। জানুয়ারিতে ধর্ষণের শিকার হয় ৩৬ শিশু, ফেব্রুয়ারিতে ৫৪, মার্চে ৫৫, এপ্রিলে ৩৮ ও মেতে ৬১ শিশু। আর গণধর্ষণের ঘটনা ঘটেছে ৪২টি। ৩টি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করে আরও ৩ শিশু। গত বছর অন্যান্য বিষয় থেকে শিশু হত্যা বেশি আলোচিত ছিল।

সর্বশেষ খবর