বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আরও সহজ হলো ভারতের ভিসার নিয়ম-কানুন

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশি নাগরিকদের ভারতে যাতায়াতের ক্ষেত্রে ভিসার নিয়ম আরও সহজ করেছে ভারত। এখন থেকে ভারতে প্রবেশ বা প্রস্থানের ক্ষেত্রে বাংলাদেশিরা ভারতীয় ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর, দুটি সমন্বিত চেকপোস্ট (বেনাপোল-হরিদাসপুর ও দর্শনা-গেদে) এবং ভিসায় উল্লিখিত একটি আগমন ও নির্গমন বন্দরের যে কোনোটি ব্যবহার করতে পারবেন। গতকাল ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগে শুধু ভিসায় উল্লিখিত আগমন ও নির্গমন বন্দর দিয়েই ভারতে যাতায়াত করা যেত। তবে এ নিয়ম শিথিল করায় এখন থেকে বাংলাদেশিরা ভিসায় নির্দেশিত পথ ছাড়াও ভারতের ২৪টি বিমানবন্দর কিংবা দুটি সমন্বিত চেকপোস্টের  যে কোনোটি ব্যবহার করতে পারবেন। যেসব আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে যাতায়াত করা যাবে সেগুলো হলো— আহমেদাবাদ, লখনৌ, অমৃতসর, বাগডোগরা, ব্যাঙ্গালুরু, কালিকট, চণ্ডিগড়, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটুর,  গোয়া, দিল্লি, গয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, থ্রিচি, ত্রিবান্দ্রাম ও বারানসি।

সর্বশেষ খবর