শিরোনাম
বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তাজউদ্দীন আহমদকে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

তাজউদ্দীন আহমদের লেখা চিঠি ও ডায়েরি থেকে পাঠ এবং তার জীবন ও কর্মের ওপর আলোচনার মধ্য দিয়ে তার ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন  করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরের এ আয়োজনে তাজউদ্দীন আহমদের রাজনৈতিক জীবন নিয়ে আলোকপাত করেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলাম ও তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি। এতে সূচনা বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী। সিমিন হোসেন বলেন, ‘বাবা আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। ছোটবেলা থেকেই ন্যায়পরায়ণ ছিলেন।’

অনুষ্ঠানে তাজউদ্দীন আহমদের লেখা চিঠি থেকে পাঠ করেন সৈয়দ শহীদুল ইসলাম নাজু আর ডায়েরি থেকে পাঠ করেন মাসকুর-এ-সাত্তার-কল্লোল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর