বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে বিএনপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে

নেপথ্যে কেন্দ্রীয় নেতাদের ইন্ধন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর বিএনপির ওয়ার্ড ও থানা কমিটি গঠনকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে অন্তঃকোন্দল। গত কয়েক দিনে মহানগর সভাপতি-সাধারণ সম্পাদকের থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণার পাল্টা কমিটি ঘোষণা দিয়েছে বিএনপির আরেকটি গ্রুপ। পাল্টাপাল্টি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মহানগর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির অন্তঃকোন্দল নিয়ে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শামীম বলেন, ‘বিএনপি বড় দল বলে কমিটি নিয়ে সামান্য সমস্যা হতেই পারে। আশা করছি শিগগিরই এ সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন মহানগর বিএনপির সভাপতি ও সম্পাদক।’

তবে কোন্দলের বিষয়টি অস্বীকার করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদকের বাইরে কেউ কমিটি ঘোষণা করলে এর গ্রহণযোগ্যতা নেই। এরই মধ্যে যারা পাল্টা কমিটি ঘোষণা করেছেন তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।’

জানা যায়, চট্টগ্রাম মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণার পর বিভিন্ন ওয়ার্ডে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করে একে অন্যকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নেতারা। বিবদমান দুই গ্রুপের একটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে আমীর খসরু দেশের বাইরে থাকায় এ গ্রুপটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। অন্য গ্রুপে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এর বাইরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের একটি আলাদা গ্রুপ সক্রিয় রয়েছে নগরে। এ গ্রুপটির বিচরণ শুধু মোরশেদ খানের নির্বাচনী এলাকায়। কয়েক দিন আগে মহানগর সভাপতি-সাধারণ সম্পাদক হালিশহর থানা বিএনপির কমিটি ঘোষণা করলে পাল্টা কমিটি ঘোষণা দেন আমীর খসরুর অনুসারীরা। একইভাবে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে চান্দগাঁও, পূর্ব ষোলশহরসহ কয়েকটি ওয়ার্ডে। দলীয় কোন্দল চরম আকার ধারণ করায় নগরের বেশির ভাগ থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়নি। পাল্টাপাল্টি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির কোন্দল চরম আকার ধারণ করেছে। মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, ‘থানা ও ওয়ার্ডের সিনিয়র নেতার সঙ্গে আলাপ-আলোচনা না করেই কমিটি ঘোষণা করছেন মহানগর সভাপতি-সাধারণ সম্পাদক। দলের ত্যাগীদের কমিটিতে স্থান না দেওয়ায় কোথাও কোথাও পাল্টা কমিটি ঘোষণা হচ্ছে।’ চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন বলেন, ‘পাল্টাপাল্টি কমিটি ঘোষণা কখনো দলের জন্য মঙ্গলজনক নয়। তাই সব সিনিয়র নেতার সঙ্গে পরামর্শ করে দলের জন্য নিবেদিতদের থানা ও ওয়ার্ড কমিটিতে স্থান দেওয়া উচিত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর