বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কোনো সাংবাদিকের ওপর ৫৭ ধারা ব্যবহার করেনি সরকার : তথ্যমন্ত্রী

সাভার প্রতিনিধি

কোনো সাংবাদিকের ওপর ৫৭ ধারা ব্যবহার করেনি সরকার : তথ্যমন্ত্রী

কোনো সাংবাদিক নির্যাতন ও দমন নিপীড়নের জন্য ৫৭ ধারা করা হয়নি। এটি সাইবার অপরাধ দমনের জন্য। এ ছাড়া সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয়নি বলেও দাবি করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। গতকাল বেলা সাড়ে ১১টায় আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার, রাষ্ট্র বা এমপি-মন্ত্রীদের সমালোচনার জন্য ৫৭ ধারার প্রয়োগ হয় নাই। কিছু সমস্যার কারণে সব জায়গায় ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠে না।

গণতন্ত্রের ভিতর থেকেই বাংলাদেশ সরকার জঙ্গিদের দমন করছে বলে মন্তব্য করেছেন হাসানুল হক ইনু। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, তাই এ দেশে রাজাকারদের কোনো ঠাঁই নাই। একটু দেরিতে হলেও আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। বাংলাদেশ সরকার এখন তিনটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে— একটি হলো জঙ্গি উৎপাত ধ্বংস করে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করা, দ্বিতীয়টি হচ্ছে বৈষম্য মুক্ত উন্নয়নের চ্যালেঞ্জ, উন্নয়নও করব বৈষম্য থাকবে না। আবার উন্নয়নও করব দারিদ্র্য উচ্ছেদ করব। তৃতীয়টি হচ্ছে দলবাজি মুক্ত সুশাসনের জন্য চ্যালেঞ্জ।  এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার বাংলাদেশে শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সর্বাত্মক সহযোগিতা করছে। তাই শিল্পপ্রতিষ্ঠানে মালিকপক্ষকে শ্রমিকদের সব রকমের সুযোগ-সুবিধা দিতে হবে। এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর