বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঢাবির উপাচার্য প্যানেল মনোনয়নে সিনেট সভায় বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্ধারণ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল মনোনয়নের জন্য ২৯ জুলাই ডাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ সভা অনুষ্ঠিত হতে আইনগত বাধা নেই। ওই সভার ওপরে স্থগিতাদেশ আরোপ করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি নিয়ে গতকাল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ৩০ জুলাই তারিখ নির্ধারণ করে দিয়েছে চেম্বার আদালত। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু, এ এফ এম মেজবাহ উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন পরে সাংবাদিকদের বলেন, চেম্বার আদালতের এ আদেশের ফলে ২৯ জুলাইয়ের সিনেট সভা করতে বাধা নেই। এর আগে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্ধারণ না করে উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সভা ২৪ জুলাই স্থগিত করে হাই কোর্ট। আদালত ওই সভার বিষয়ে রুলও জারি করে।  ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সিনেটের বিশেষ সভার চিঠি দেন। চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২১(২) ধারায় অর্পিত ক্ষমতাবলে উপাচার্য ২৯ জুলাই বিকাল ৪টায় সিনেটের বিশেষ সভা আহ্বান করেছেন। বিশেষ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুসারে চ্যান্সেলর কর্তৃক ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল মনোনয়ন করা হবে। এরপর রিট করেন ১৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর