বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে’

নিজস্ব প্রতিবেদক

একাত্তর সালে বাংলাদেশে গণহত্যায় জড়িত পাকিস্তানিদের বিচারের দাবি জানিয়েছেন সে দেশের বরেণ্য তিন কবি। গতকাল বিকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ জননী জাহানারা ইমামের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নামে ‘বাংলাদেশের গণহত্যার নিন্দা ও স্বীকৃতি সচেতন পাকিস্তানিদেরও দাবি’ শীর্ষক স্মারক বক্তৃতায় তারা এ দাবি জানান। ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুল হুদার সভাপতিত্বে স্মারক বক্তৃতা করেন পাঞ্জাবি কবি আহমদ সালিম, পাকিস্তানের মৌলবাদবিরোধী লেখক হারুন খালিদ, আরেক মৌলবাদবিরোধী তরুণ লেখক আনাম জাকারিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশীদ, নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর ছেলে তানভীর হায়দার চৌধুরী  প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর