শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কর দিন কাঙ্ক্ষিত সেবা পাবেন : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নগরবাসীর ট্যাক্সের টাকা নগরবাসীর কল্যাণেই ব্যয় করা হবে। তাদের কষ্টার্জিত অর্থ অপব্যবহার করার কোনো সুযোগ নেই। এ সুযোগ অন্তত আমি কাউকে দেব না। কিন্তু এর জন্য নগরবাসীকে তাদের কর আদায় করতে হবে। আপনারা কর দিন, আমি কাঙ্ক্ষিত সেবা দেব। চসিকের কর্মকর্তাদেরও নাগরিকদের সঙ্গে মার্জিত আচরণের মাধ্যমে তাদের মন জয় করে পৌরকর আদায় করতে হবে।

গতকাল থিয়েটার ইনস্টিটিউটে চসিকের রাজস্ব বিভাগ ও ভূ-সম্পত্তি শাখার ২০১৭-১৮ অর্থ বছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা সভায় সভাপতিত্ব  করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর