শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশে বিনিয়োগ সুবিধা বাড়ল ইউরোপের

বাংলাদেশ-ইইউ তৃতীয় বিজনেস ক্লাইমেট ডায়ালগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সেবা খাতে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যৌথ বিনিয়োগের ক্ষেত্রে আগে ইউরোপের উদ্যোক্তারা সর্বোচ্চ ৪০ শতাংশ মালিকানা নিতে পারতেন। বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে থাকত ৬০ শতাংশ। এখন ওই দেশটির বিনিয়োগকারীরা ৪৯ শতাংশ পর্যন্ত মালিকানা নিতে পারবেন। ৫১ শতাংশ মালিকানা থাকবে দেশি উদ্যোক্তাদের হাতে। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-ইইউ তৃতীয় বিজনেস ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সরকারের এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘ইইউর চাহিদা অনুযায়ী সেবা খাতে তাদের বিনিয়োগ সুবিধা বাড়ানো হলো। এতে দেশে ইউরোপের বিনিয়োগ বাড়বে।’ দ্বিপক্ষীয় এ সংলাপ অনুষ্ঠানে ক্রেতাদের কাছে বাংলাদেশ থেকে নেওয়া তৈরি পোশাকের মূল্য বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ক্রেতাদের পরামর্শ মেনে দেশের পোশাক কারখানাগুলো আধুনিক ও নিরাপদ করা হয়েছে। শ্রমিকরা এখন নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কাজ করছেন। এজন্য কারখানার মালিকদের বিপুল অর্থ বিনিয়োগ করতে হয়েছে। কিন্তু তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি করা হয়নি।’ তিনি বলেন, ‘ইউরোর মূল্য পতনের ফলে তৈরি পোশাকের মূল্য কমেছে।’ ক্রেতাগোষ্ঠীর সংগঠন অ্যাকোর্ডের বাংলাদেশে কারখানা পরিদর্শনের মেয়াদ বাড়ানো হবে কিনা— এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের মে পর্যন্ত তাদের মেয়াদ রয়েছে। এরপর বিবেচনা করা হবে তাদের মেয়াদ বাড়ানো হবে কিনা।’ ইইউ ডেলিগেশন-প্রধান অ্যাম্বাসেডর পিয়েরি মায়াদুন বলেন, ‘বাংলাদেশে আমরা বিনিয়োগ বাড়াতে চাই। তবে এজন্য এ দেশের বিনিয়োগ প্রক্রিয়াগুলো আরও সহজ ও শিথিল করতে হবে।’ খুব শিগগিরই ইইউ ও বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বিজনেস কাউন্সিল গঠন হবে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে দুই দেশের ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করার সুযোগ সৃষ্টি হবে।’ ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় এ বিজনেস পরিবেশ সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব সুভাশিস বোস, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (বিডা) কাজী আমিনুল ইসলাম। ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। আরও উপস্থিত ছিলেন স্পেন, ব্রিটেন ও ডেনমার্কের রাষ্ট্রদূত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর