রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

৫৭০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

মানুষের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে দুটি প্রকল্পের আওতায় ৫৭০ মিলিয়ন ডলার     ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শহরের পাশপাশি গ্রামীণ অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্য, পুষ্টি উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল ওয়াশিংটনের বিশ্বব্যাংক সদর দফতর এবং ঢাকা কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান বলেন, এই দুটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং জনগণের সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে পারলে কার্যকর জনসচেতনতা ও পর্যবেক্ষণ পদ্ধতি আরও অগ্রসর হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর