রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এটা আওয়ামী লীগ বুঝে গেছে। এ জন্য বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু তারা সফল হবে না। আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বিএনপির প্রতি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বেড়েছে। বর্তমানে দেশের ৭০ ভাগ মানুষের বিএনপির প্রতি সাপোর্ট রয়েছে।’ গতকাল বিকালে দলীয় কার্যালয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ওমর শাহনেয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি আহসান উল্লাহ চৌধুরী, রেজাউল কবির পল, বদিউজ্জামান বাবুল, জয়নাল আবেদীন বাবুল, আবু সেলিম চৌধুরী, হাজী মাসুম প্রমুখ।

রিজভী আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের সময় দেশের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে ক্ষমতাসীন দলের কতিপয় অসাধু নেতার। দেশের উন্নয়নের যে ফিরিস্তি আওয়ামী লীগ তুলে ধরে তা শুধু তাদের গলায়, কণ্ঠে আর জিহ্বায়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর