রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জাবির হলে গোখরা সাপের উৎপাত

জাবি প্রতিনিধি

জাবির হলে গোখরা সাপের উৎপাত

প্রজাপতি আকৃতির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে প্রায় এক হাজার ছাত্রের বাস। জাবির অন্যান্য আবাসিক হলের তুলনায় এই হলটির চারদিকে গাছপালা এবং ঝোপ-ঝাড় বেশি হওয়ায় সম্প্রতি বিষধর গোখরা সাপের উৎপাতে আতঙ্কিত হয়ে উঠেছে হলটির শিক্ষার্থীরা। যত্রতত্র দেখা মিলছে গোখরা সাপের। গত দশ দিনে ছোট বড় মিলিয়ে প্রায় ১৩টি গোখরা সাপ মারা পড়েছে শিক্ষার্থীদের হাতে। এদিকে গতকালও বেলা ১১টার দিকে হলের বি ব্লক থেকে বন্যপ্রাণী গবেষক ও প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো কামরুল হাসান ২টি সাপ উদ্ধার করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর