সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রপ্তানি লক্ষ্য ৪ হাজার কোটি ডলার

সংবাদ সম্মেলনে তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরে পণ্য ও সেবা খাতে ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এটি গত অর্থবছরের চেয়ে ৪০০ কোটি ডলার বেশি। আর প্রকৃত রপ্তানি আয়ের চেয়ে ৬১৭ কোটি ডলার বেশি। সচিবালয়ে গতকাল প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২০১৭-১৮ অর্থবছরের জন্য এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

এ বছর রপ্তানি আয়ের প্রবৃদ্ধি দাঁড়াচ্ছে ১ দশমিক ৩৫ শতাংশ। গত অর্থবছরে রপ্তানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ৩ হাজার ৭০০ কোটি ডলার টার্গেট নিয়ে আয় হয় ৩ হাজার ৪৮৩ কোটি ডলার।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৫৪ ভাগ আসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে। গত বছর ইউরো ও পাউন্ডের অবমূল্যায়নের কারণে রপ্তানি পণ্য সংখ্যা বাড়লেও আয় আশানুরূপ হয়নি। আশা করছি, এ বছর রপ্তানি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় লক্ষ্যমাত্রা অর্জন হবে।’ তোফায়েল আহমেদ বলেন, ‘সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর