সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সামাজিক ব্যবসা সম্মেলনের প্রাক-বৈঠক হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

সামাজিক ব্যবসার বিভিন্ন তাত্ত্বিক দিক নিয়ে মতবিনিময় করলেন আন্তর্জাতিক অধ্যাপকরা। আগামী ৮-৯ নভেম্বর প্যারিসে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনের প্রাক-বৈঠক গতকাল রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ব্যবসা দিবস ২০১৭ উপলক্ষে ঢাকায় আগত আন্তর্জাতিক শিক্ষাবিদরা এই বৈঠকে অংশগ্রহণ করেন। পৃথিবীর বিভিন্ন দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০ জন শিক্ষক সামাজিক ব্যবসার বিভিন্ন তাত্ত্বিক দিক নিয়ে এ সভায় মতবিনিময় করেন। গতকাল ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের উদ্বোধনী বক্তব্য দিয়ে সভাটি সকালে শুরু হয়। বৈজ্ঞানিক কমিটির চেয়ারম্যান ও স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ক্যাম ডোনাল্ডসন সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সবাইকে অবহিত করেন।

 প্রফেসর ইউনূস তার উদ্বোধনী বক্তব্যে চীন, ভারত, মালয়েশিয়া, তাইওয়ান, প্যালেস্টাইন, মেক্সিকো ও হংকংয়ের সাতটি বিশ্ববিদ্যালয়ের উপস্থিত প্রতিনিধিদের অভিনন্দন জানান। এই নতুন সাতটি কেন্দ্র নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৪২-এ, যা এ বছরেই ৫০ ছাড়িয়ে যাবে। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রগুলোর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। সভায় উপস্থিত বিভিন্ন ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের প্রতিনিধিরা তাদের নিজ নিজ অগ্রগতি সম্বন্ধে বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর