মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চসিকের অভ্যন্তরেই নানা প্রতিবন্ধকতার দেয়াল

সুধী সমাবেশে তির্যক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এগিয়ে চলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রতিবন্ধকতার নানা দেয়াল। সিটি মেয়রের উন্নয়ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে এসব দেয়াল প্রতিনিয়তই অন্তরায় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন বক্তারা। আ জ ম নাছির উদ্দিনের চসিকে দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা মেয়রকে লক্ষ্য করে এসব কথা বলেন। গতকাল দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মেয়রের দুই বছরের উন্নয়ন কাজ অবহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়র চসিকের নামে একটি অ্যাপস উদ্বোধন করেন। তাছাড়া গত দুই বছরের উন্নয়ন কর্মকাণ্ডের একটি ভিডিও উপস্থাপন করা হয়। সমাবেশে সুধীজনরা চসিকের ভিতরেই সব মেয়রের আমলে সুবিধাভোগী কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর ব্যাপারে সতর্ক থাকা, মেয়রের নিজস্ব গোয়েন্দা তদন্ত টিম গড়ে তোলা, পরিচ্ছন্ন, প্রকৌশল, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগকে দুর্নীতিমুক্ত করা, পরিচ্ছন্ন কর্মীদের কাজে উপস্থিতি নিশ্চিত করা, সেবা সংস্থাগুলোকে চসিকের কাছে দায়বদ্ধ থাকাসহ নানা পরামর্শ দেন। সুধী সমাবেশে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান ও সাবিহা মুছা, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন, নগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা।

পরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, কোনো কিছু নেওয়ার জন্য মেয়রের দায়িত্ব পালন করছি না, বরং দেওয়ার জন্যই আসছি। জীবন দিয়ে হলেও আমি সিটি করপোরেশনকে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনব। আমার মেয়াদে কোনো অনিয়ম আমি সহ্য করব না। অনিয়ম করতে হলে হাসিমুখে মেয়রের পদ থেকে বিদায় নেব। আর কেউ আমার কোনো অনিয়ম প্রমাণ করতে পারলেও আমি দায়িত্ব থেকে মুহূর্তেই সরে দাঁড়াব। সুধী মহলের বক্তব্য প্রসঙ্গে মেয়র বলেন, বর্তমানে যারা কাজ করছেন তাদের কাউকে আমি নিয়োগ দিইনি। সরকারি নিয়মে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। ইচ্ছা হলেই কাউকে আমি বাদ দিতে পারি না। বাদ দিতে গেলে কেউ-ই থাকবে না। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি ‘চেক অ্যান্ড ব্যালান্সের’ মাধ্যমে তাদের নিয়ে সততার সঙ্গে নগরবাসীর সেবা নিশ্চিত করার। এক্ষেত্রে আমি নগরবাসীর কাছে দায়বদ্ধ। জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সময় সাপেক্ষ বিষয়। একদিনেই তা নিরসন সম্ভব নয়।

সর্বশেষ খবর