মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে টানা সাত দিনের অচলবস্থার অবসান হয়েছে। গতকাল ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক ২২ দফা মেনে নিলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ভিসির ফলপ্রসূ আলোচনা বৈঠক হয়। শিক্ষার্থী সূত্রে জানা গেছে, স্বল্প ও দীর্ঘ মেয়াদে ২২ দফা দাবি বাস্তবায়নে ভিসির আশ্বাস পেয়ে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ১৯ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন ভিসি। এ সময় ববির ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, রেজিস্ট্রার মনিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৬ কর্মকর্তা এবং মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান উপস্থিত ছিলেন। সভাশেষে ভিসি সাধারণ শিক্ষার্থীদের সামনে হাজির হলে শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান। প্রসঙ্গত, এর আগে গত রবিবার রাতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপির নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সঙ্গে ভিসি ও স্থানীয় প্রশাসনের সমঝোতা বৈঠক হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোটা উল্লেখ না করার অভিযোগে গত ১৭ জুলাই বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং ১৯ জুলাই সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ নগরীতে মানববন্ধন করে। একই ঘটনায় ২১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেন। এরপর ২৩ জুলাই থেকে ভিসির অপসারণের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে ছাত্রলীগ। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের কিছু মৌলিক অধিকারের দাবি যুক্ত করায় আন্দোলনে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরাও। সেই থেকে ২২দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসি ক্যাম্পাসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ভিসি অপসারণের ১ দফা দাবিতে আন্দোলন করেন। গতকাল দুপুর পর্যন্ত এই আন্দোলন অব্যাহত ছিল।

সর্বশেষ খবর