মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উন্নয়নের পথে বাধা সন্ত্রাস জঙ্গিবাদ : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। দেশের মানুষ এখন ভালো আছে। মানুষের অর্থনৈতিক সামর্থ্য বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কিন্তু এই উন্নয়নের পথে বড় বাধা হলো সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক।  যেকোনো মূল্যে দেশ থেকে এসব নির্মূল করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। গতকাল জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন জঙ্গি দমনে আমাদের যে সাফল্য বিশ্বের কোনো উন্নত দেশেও সেই সাফল্য নেই। জঙ্গি দমন করতে গিয়ে আমাদের অনেক পুলিশ সদস্য জীবন দিয়েছেন। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে আইজিপি বলেন, পুলিশ মরলে তাদের মায়া হয় না অথচ জঙ্গিদের জন্য তারা মায়াকান্না করে। ক্ষমতায় আসার জন্য তারা মানুষকে বিভ্রান্ত করছে। আইজিপি বলেন, এই দলটি আন্দোলনের নামে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ১৬ জন পুলিশকে পিটিয়ে মেরেছে। পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তাদেরকে আর সন্ত্রাস করার সুযোগ দেওয়া হবে না।

জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রেজাউল করীম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, এডিশনাল আইজিপি মোখলেছুর রহমান, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ ীয় কমান্ডের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুল হক বাবুল চিশতি, মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, আওয়ামী লীগ নেত্রী মারুফা আক্তার পপি, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শফিকুল ইসলাম খোকা প্রমুখ।

সর্বশেষ খবর