মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব বাড়ছেই

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব ১৫ শতাংশের মধ্যে রাখার কথা বলা হলেও বাংলাদেশে এই হার অনেক বেশি। দেশের বেসরকারি হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালের চেয়ে দ্বিগুণ হারে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব (সিজার) হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা তৈরি করে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের হার কমিয়ে আনতে হবে। অন্যদিকে প্রতিবারের মতো এবারও সরকারিভাবে ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হবে। এবার এই দিবসের প্রতিপাদ্য, ‘মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’। এ ব্যাপারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাতৃদুগ্ধ না পেলে শিশু সঠিকভাবে বেড়ে উঠে না বলে পুষ্টিহীনতায় অনেক শিশু মারা যায়। আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করবেন। এছাড়া ৪ আগস্ট এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সচিবালয়ে জাহিদ মালেক বলেন, ডব্লিউএইচ’র নিয়ম অনুযায়ী, ১৫ শতাংশের বেশি সিজার হওয়ার কথা নয়। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতালগুলোতে ২০ থেকে ২৫ শতাংশের বেশি সিজার হয় না, কোনো ক্ষেত্রে এই হার আরও কম। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে ৫০ শতাংশের বেশি সিজার হয়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতালগুলোতে জটিল কেইস বেশি আসায় সিজার কিছুটা বেশি হচ্ছে। তিনি জানান, দেশে প্রসূতি ও চিকিৎসক উভয়ের কারণে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব বেশি হচ্ছে। অনেক সময় মায়েরা ব্যথা সহ্য করতে চান না। তারা ব্যথা থেকে তাড়াতাড়ি মুক্ত হতে সিজার করান। আবার চিকিৎসকদেরও কিছুটা সময়ের অভাব থাকে। যার ফলে তারা সময় দিতে চান না। সিজার করানো নিয়ে চিকিৎসকদের বাণিজ্যিক বিষয় আছে, এটা সব সময় ভাবা ঠিক নয়। আবার অন্য দেশে ধাত্রীদের দিয়ে প্রসব করানো হলেও বাংলাদেশে তা কম। প্রশিক্ষিত ধাত্রী দিয়ে প্রসব করানো শুরু হলে অস্ত্রোপচারের সংখ্যাও কমে যাবে।

সর্বশেষ খবর