মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দেশে নারী ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে

—ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশে নারী ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে। নৈতিকতাবিবর্জিত পরিবেশ-পরিস্থিতির কারণে সামাজিক অস্থিরতা মারাত্মক রূপ ধারণ করেছে। নৈতিকতার শিক্ষা না থাকায় মানুষ ক্রমেই নীতিহীন হয়ে পশুত্বে পরিণত হয়েছে। গতকাল পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলনের এক সভায় তিনি একথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।

ইউনুছ আহমাদ বলেন, সম্প্রতি বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার বাড়ি থেকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ ও পরবর্তীতে মা ও মেয়েকে চুল কেটে ন্যাড়া করে দেওয়ার ঘটনা তার প্রকৃষ্ট প্রমাণ। তিনি বলেন, শুধু এ ঘটনা নয়, দেশের বিভিন্ন প্রান্তে সরকারদলীয় লোকজন কর্তৃক নারী ধর্ষণ, হত্যাসহ অনৈতিক কর্মকাণ্ড সীমা অতিক্রম করছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিশোরী ও তার মায়ের প্রতি যে আচরণ করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে।

সর্বশেষ খবর