বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থীদের মারধর শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

শিক্ষার্থীদের মারধর করার অভিযোগে খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. আবদুর রশিদকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ জানান, স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীরা ক্লাসের মধ্যে আনন্দ উল্লাস করতে থাকলে প্রভাষক মো. আবদুর রশিদ তাদের স্কেল দিয়ে মারধর করেন। এ সময় ক্লাসের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা ছাত্রীদের কান্নাকাটি শুনতে পেয়ে প্রতিবাদ করেন। সুমি নামে এক ছাত্রীর মাথা কেটে রক্ত বের হলে অভিভাবকরা উত্তেজিত হয়ে শিক্ষক আবদুর রশিদের বিচার দাবি করেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান বাংলাদেশ প্রতিদিনকে জানান, পরিস্থিতি উত্তপ্ত হলে অভিভাবকদের দাবির মুখে পুলিশ শিক্ষক আবদুর রশিদকে আটক করে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার ঘটনাস্থলে আসেন। পুলিশের সহকারী কমিশনার সোহেলী সেন জানান, শিক্ষক আবদুর রশিদকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর