বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ১৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসির জনসংযোগ শাখা কমিশনের কাছে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য ১৭ আগস্ট তারিখটি প্রস্তাব আকারে রেখেছে। ওই দিন বেলা ১১ টা থেকে মতবিনিময় শুরু করার কথা বলা হয়েছে।

এ ব্যাপারে ইসি কর্মকর্তারা জানান, প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন, রেডিওর সম্পাদক ও কিছু জ্যেষ্ঠ সাংবাদিকের তালিকাসহ এ প্রস্তাবনা কমিশনের বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে।

১০ দল : এদিকে নিবন্ধিত ১০ রাজনৈতিক দল এখনো যোগাযোগের জন্য তাদের মনোনীত ব্যক্তির নাম নির্বাচন কমিশনে জমা দেয়নি।  নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় ২০ জুলাইয়ের মধ্যে প্রধান প্রধান দলগুলোসহ ৩০টি ‘ফোকাল পয়েন্ট’ পাঠানো হয়েছে। বাকি ১০ দলকে ১৬ আগস্টের মধ্যে উপযুক্ত ব্যক্তির নাম ঠিকানা পাঠানোর জন্যে তাগিদপত্র দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর