বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দ্রুত সিএসআর নীতিমালা করার দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

সরকারের কাছে দ্রুত সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি—সিএসআর নীতিমালা প্রণয়ন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। জবাবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, সিএসআর নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, বাণিজ্যিক সংগঠন ও গবেষণা  প্রতিষ্ঠানের সুপারিশমালা গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়। এ সুপারিশের আলোকে সিএসআর নীতিমালা প্রণয়নে শিগগিরই একটি জাতীয় কাউন্সিল গঠন করবে সরকার। গতকাল রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও এস আর এশিয়া বাংলাদেশের যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশে করপোরেট প্রতিষ্ঠানসমূহে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম জোরদার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমান উল্লাহ। বক্তব্য দেন ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি হোসেন এ সিকদার, পরিচালক আলাউদ্দিন মালিক প্রমুখ।

সর্বশেষ খবর