বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে অস্ত্র হেরোইন ইয়াবাসহ গ্রেফতার ১০৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে অস্ত্র, হেরোইন, ইয়াবা, ফেনসিডিলসহ ১০৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএনসির সহকারী পরিচালক (ঢাকা মেট্রো-দক্ষিণ) সামছুল আলম জানান,  গতকাল  মুগদার ওয়াসা রোড থেকে মাদক ব্যবসায়ী সোহাগকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও শিসার উপকরণ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গেন্ডারিয়া ও ভাটারা থেকে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএনসি। তারা হলেন আবদুল কাদের, সুমি বেগম, ফাতেমা ওরফে ফতে, ফরিদা বেগম, রাসেল মিয়া ও আসমা আক্তার ফাতেমা। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম হেরোইন ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, মঙ্গলবার ভোর ৬টা থেকে গতকাল ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা, ১ কেজি ২৯০ গ্রাম ৬৮৩ পুরিয়া হেরোইন ও ৫৬ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর