শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে রাবি শিক্ষক-শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

তীব্র লোডশেডিং আর ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা। দিন-রাতের অধিকাংশ সময়ে ক্যাম্পাসে বিদ্যুৎ না থাকায় শিক্ষা ও গবেষণা কাজে ব্যাঘাত ঘটছে বলে তারা জানিয়েছেন। এদিকে বিদ্যুতের লোডশেডিং চলায় এর সঙ্গে যোগ হয়েছে আবাসিক হলসমূহে পানি সমস্যা। জানা গেছে, গত কয়েক দিন ধরে দিন-রাত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৫-২০ বার বিদ্যুতের লোডশেডিং চলছে। বিশেষ করে সকাল, দুপুর, রাতের প্রথম ও শেষ রাতের দিকে লোডশেডিং এর মাত্রা সবচে’ বেশি। এছাড়াও আবাসিক হলগুলোতে কোনো কোনো দিন টানা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে লোডশেডিং। আবাসিক হলের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত দুদিন ধরে দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে বেশি সময়েই ক্যাম্পাসে বিদ্যুৎ থাকছে না। সকাল ও রাতে একবার গেলে কমপক্ষে দুই থেকে আড়াই ঘণ্টার কম সময়ে আসে না। বিদ্যুৎ না থাকার কারণে হলে পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় গোসলসহ প্রয়োজনীয় কাজে পানি না পেয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে । ফলে শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না। এছাড়া যেসব বিভাগে পরীক্ষা চলছে তারাও ভোগান্তিতে পড়ছে।

সর্বশেষ খবর