শিরোনাম
শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জিএসপি ছাড়াই যুক্তরাষ্ট্রে রপ্তানি ৬ বিলিয়ন ডলার

তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা না পেলেও বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বেড়েছে অনেক। জিএসপি সুবিধার বাইরে বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় ৬ বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে। গতকাল রাজধানীর এক হোটেলে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত ‘রিফ্লেকশনস অন দি ইউএস-বাংলাদেশ রিলেশনশিপ’ শীর্ষক লান্স মিটিং-এ এই তথ্য দেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শর্ত প্রদান করে। বাংলাদেশ নির্ধারিত সময়ে সব শর্ত পূরণ করলেও জিএসপির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি। বাংলাদেশ এখন আর জিএসপি সুবিধা দাবি করছে না বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। অ্যামচেম-এর প্রেসিডেন্ট মো. নূরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর