শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

ক্রেডিট কার্ডের সুদ ৫ শতাংশের বেশি নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

ক্রেডিট কার্ডের সুদ হার ৫ শতাংশের বেশি নিতে পারবে না ব্যাংক। মুনাফার হারও একই করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেডিট কার্ড নীতিমালায় সংশোধন করে গতকাল কেন্দ্রীয় ব্যাংক সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ক্রেডিট কার্ডের ঋণ শোধ করার সময়সীমার শেষ দিন ছুটি হলে পরবর্তী কর্মদিবসে জমা নিতে হবে। এজন্য কোনো জরিমানা বা চার্জ আরোপ করা যাবে না। ক্রেডিট কার্ডের লেনদেনে জালিয়াতি ঠেকাতে পিওএস মেশিন প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। জালিয়াতির ঘটনা ঘটলে গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হবে ব্যাংকের। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে। জানা গেছে, ব্যাংকগুলো ক্রেডিট কার্ডে বিভিন্ন চার্জ আরোপ করে প্রায় ৩৫ শতাংশ মুনাফা করে থাকে। কিছু ব্যাংক সুদ হার ২০ শতাংশের বেশি আরোপ করে। ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ রয়েছে একাধিক ব্যাংকের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে।

সর্বশেষ খবর