শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় ধর্ষকরা নিয়ন্ত্রণহীন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘যথাসময়ে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় দুর্বৃত্তরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।’ এ ছাড়া বগুড়ায় মা-মেয়েকে নির্যাতন, রাজধানীতে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, শরীয়তপুরে ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, টাঙ্গাইলে তরুণীকে সাত মাস আটকে রেখে ধর্ষণ ও ফুফার হাতে বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণসহ একের পর এক ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

কাজী রিয়াজুল হক বলেন, ‘সামাজিক অস্থিরতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।’

সর্বশেষ খবর