শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক জটিল হচ্ছে : রওশন

নিজস্ব প্রতিবেদক

সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই জটিল হয়ে পড়ছে। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সীমাহীন নির্যাতন ও জাতিগতভাবে নিধন চালানো হচ্ছে। এতে রোহিঙ্গারা অসহায় হয়ে পড়েছে। ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমাদ আল-ওথাইমিন গতকাল বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সাক্ষাত্কালে বিরোধীদলীয় নেতা এ উদ্বেগ প্রকাশ করেন। বিরোধীদলীয় নেতার দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় রোহিঙ্গাদের এ অবস্থা থেকে উত্তরণের জন্য মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে ওআইসি ভূমিকা রাখতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রওশন এরশাদ।

 

সর্বশেষ খবর