শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কাঁচা মরিচ পিয়াজের ঝাঁজ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

কাঁচা মরিচ পিয়াজের ঝাঁজ বাড়ছে

বাজার দর

রাজধানীর সর্বত্র জলাবদ্ধতার অজুহাতে আরেক দফা   বেড়েছে নিত্যপণ্যের দাম। গত দুই সপ্তাহে ঘন ঘন বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রাজধানীর কাঁচাবাজারগুলোতে  বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে পিয়াজ, কাঁচামরিচ ও সবজির দাম। গতকাল এক কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকায়। এক কেজি পিয়াজ বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকায়। এসবের পাশাপাশি সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। গতকাল রাজধানীর মিরপুর ও বারিধারা কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে কাঁচামালের সরবরাহ কমে গেছে— এ অজুহাতে সবজি ছাড়াও আদা, রসুন ও আলুর দাম বাড়ানো হয়েছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ পড়েছেন বিপাকে। অনেকে বাড়তি দামের কারণে কাঙ্ক্ষিত পণ্য কিনছেন না। বিক্রেতারা বলছেন, অতি বর্ষণে রাজধানীর বড় বড় পাইকারি বাজারগুলোতে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি। অনেক স্থানে কাঁচা পণ্য নষ্ট হয়ে গেছে। ফলে এসব নিত্যপণ্যের দাম বেড়েছে। এভাবে চলতে থাকলে দাম আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

বাজারে আসা ক্রেতারা আরও বলছেন গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। টমেটো ১৫০, ঢেঁড়স -৫০, করলা-৬০, পটোল-৫০, কচুরমুখি-৬০, ধুন্দল -৫০, ঝিঙ্গা -৫০, পেঁপে- ৩০, বরবটি-৬০, কাঁকরোল-৬০ নতুন  শিম-১২০ টাকা কেজিতে বিক্রি   হচ্ছে। বাজার ঘুরে জানা যায়,     বেগুন কেজি প্রতি-৬০ টাকা, শিম ১২০ টাকা, শসা ৫০ টাকা, চাল কুমড়া ৫০- টাকা, কচুর লতি ৬০ টাকা পটোল ৫০ টাকা, ঢেঁড়স-৬০ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর