শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাবিতে কম্পিউটার ল্যাবের বেহাল দশা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে আছে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি কম্পিউটার ল্যাব। কিন্তু অব্যবস্থাপনা, অবহেলায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে ল্যাবটির। মান্ধাতা আমলের কম্পিউটার, নষ্ট এসি ও তীব্র গরমের কারণে ল্যাবটি ব্যবহার করতে আগ্রহ দেখাচ্ছেন না শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসনের সঠিক হস্তক্ষেপের অভাবে ল্যাবটিতে জীর্ণতার সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা যায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে তীব্র গরমে ঘামতে ঘামতে মাত্র একজন শিক্ষার্থী কাজ করছেন। ল্যাবটি কম্পিউটারে ভর্তি থাকলেও সেগুলোর অধিকাংশের অচলাবস্থা চলছে। দীর্ঘদিন ল্যাবের দুটি এসিই নষ্ট হয়ে আছে।

ল্যাব সূত্রে জানা যায়, ল্যাবে প্রায় অর্ধশতাধিক কম্পিউটার আছে। তবে বেশির ভাগই পুরনো মডেলের। দুটি এসি নষ্ট থাকায় প্রচণ্ড গরমের কারণে শিক্ষার্থীরা ল্যাবে আসতে চান না। অনেকবার ইঞ্জিনিয়ারিং সেকশনে চিঠি দেওয়ার পরও এসিগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর