রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্ট কারখানা পরিদর্শন শেষে নৌমন্ত্রীর প্রশংসা

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও বাগেরহাট প্রতিনিধি

বসুন্ধরা সিমেন্ট কারখানা পরিদর্শন শেষে নৌমন্ত্রীর প্রশংসা

গতকাল দুপুরে মংলায় বসুন্ধরা সিমেন্ট কারখানা পরিদর্শন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি —বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা সিমেন্ট কারখানার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির প্রশংসা করেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘আমি এখানকার শ্রমিক ভাইদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, এখানে যে মজুরি ও সুযোগ-সুবিধা পাচ্ছেন, তাতে তারা ভালো আছেন।’ মন্ত্রী বলেন, সরকার এ ধরনের শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করছে। এর ফলে দেশের বেকারত্ব ও দারিদ্র্যের হার কমছে। গতকাল মংলায় বসুন্ধরা সিমেন্ট কারখানা পরিদর্শনকালে মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ১০০ আঞ্চলিক শিল্প জোন তৈরি করেছেন। এর ফলে বেকারত্বের হার কমার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে। কারখানা পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব-উজ-জামান, বসুন্ধরা গ্রুপের চিফ ফিন্যানশিয়াল অফিসার তোফায়েল হোসেন, উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী ও মাহবুব হায়দার খান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সচিব মো. মাকসুদুর রহমান, সিমেন্ট সেক্টরের বিভাগীয় প্রধান (সেলস্) কিংসুক হোসাইন উপস্থিত ছিলেন। এর আগে নৌপরিবহনমন্ত্রী দুপুরে মংলা বন্দর উপদেষ্টা কমিটির ১৪তম সভায় যোগ দেন। সভার শুরুতে তিনি সাংবাদিকদের বলেন, মংলা বন্দরের উন্নয়নে সরকার সব প্রচেষ্টা চালাচ্ছে। পদ্মা সেতু চালুর পর মংলা বন্দর ঘিরে অর্থনৈতিক কর্মযজ্ঞ শুরু হবে। সেই চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছে মংলা বন্দর। মন্ত্রী বলেন, ইতিমধ্যে বন্দরের নাব্য ধরে রাখতে নিজস্ব ড্রেজিং মেশিন কেনা হয়েছে। দুটি জেটি নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি পশুর চ্যানেল খনন ও জেটির সামনে সার্বক্ষণিক ড্রেজিং-ব্যবস্থা চালু করা হয়েছে। এ ছাড়া আউটার বারেও খননকাজ শুরু করা হবে। ফলে খুব শিগগিরই বড় বড় জাহাজ জেটিতে আসতে পারবে। মন্ত্রী বলেন, মংলা বন্দরের উন্নয়নে চীনের সঙ্গে যে মেগা প্রকল্পের চুক্তি হয়েছে, তা চলমান রয়েছে। সভায় স্থানীয় সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, ডা. মোজাম্মেল হোসেন, মীর শওকত আলী বাদশা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসানসহ উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি মংলা বন্দর পৌর ট্রাক টার্মিনাল কাজের উদ্বোধন করেন। মংলা পোর্ট পৌরসভা ও মংলা বন্দর কর্তৃপক্ষ প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এ ট্রাক টার্মিনাল নির্মাণ করছে। এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য কখনো সহায়ক সরকারের কথা বলছে, কখনো বলছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর