রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

অবশেষে শেরেবাংলার অচলাবস্থার অবসান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। গতকাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি ও হাসপাতালের পরিচালকের মধ্যস্থতায় দীর্ঘ বৈঠকের পর সমঝোতা হলে দুপুরে কাজে ফেরেন তারা। জানা যায়, বৃহস্পতিবার বহির্বিভাগে অসুস্থ শিশুকে ডাক্তার দেখাতে নিয়ে যান সিনিয়র স্টাফ নার্স এলিজা বেগম। এ সময় টিকিট ও সিরিয়াল ছাড়া রোগী দেখতে অস্বীকৃতি জানান ডা. ফায়জুল হক পনির। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ওই চিকিৎসকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নার্স এলিজা ও তার স্বামী শাহ আলম ভূঁইয়া। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা বন্ধ করে দেন চিকিৎসকরা। তাদের দাবির মুখে কর্তৃপক্ষ নার্স এলিজা ও তার স্বামী শাহ আলমকে পুলিশে সোপর্দ করেন। সহকর্মীর মুক্তির দাবিতে রাতেই কর্মবিরতি শুরু করেন নার্সরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর