রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
আলোচনায় ষোড়শ সংশোধনী

রায়ে দেশের জনগণ উত্ফুল্ল : জেএসডি

নিজস্ব প্রতিবেদক

ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সরকারি দলের নেতাদের বক্তব্যকে আদালত অবমাননার পাশাপাশি গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াকে অস্বীকার করার শামিল বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একই সঙ্গে ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ে দেশের জনগণ উত্ফুল্ল বলে উল্লেখ করেন তারা।

গতকাল এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এ দাবি করেন। বিবৃতিতে তারা বলেন, প্রধান বিচারপতিকে নিয়ে তারা অসৌজন্যমূলক মন্তব্য করে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর