রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শ্যামপুরে পানিবন্দীদের এমপি বাবলার ত্রাণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ করেছেন স্থানীয় এমপি ও জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি গতকাল শ্যামপুর বালুর মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৫০ মেট্রিক টন চাল আড়াই হাজার পরিবারের মধ্যে বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ডেমরা—ডিএনডি এলাকার  জলাবদ্ধতা দূরীকরণ এবং উন্নয়নের জন্য নেওয়া ৫৫৮ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ বাংলাদেশ সেনাবাহিনী আগামী মাসে শুরু করবে। দুই বছরের মধ্যে শ্যামপুরসহ পুরো ডিএনডি অঞ্চলের জলাবদ্ধতা জাদুঘরে চলে যাবে। বাবলা বলেন, ডিএনডি সেচ প্রকল্পের আওতায় শিমরাইল ও আদমজীনগরে দুটি পাম্পস্টেশন, শ্যামপুর, ফতুল্লা ও পাগলায় তিনটি পাম্পিং প্ল্যান্ট নির্মাণ হবে। এ ছাড়াও ডিএনডি এলাকার বিভিন্ন স্থানে ৭৯টি কালভার্ট, দুটি ক্রস ড্রেন, ১২টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ ও ৫২টি বিদ্যমান ব্রিজ ও কালভার্ট মেরামত করা হবে। শ্যামপুর, শিমরাইল, আদমজীনগর, পাগলা ও ফতুল্লা পাম্পস্টেশনের কমান্ড এরিয়ায় ৯৩.৯৮ কিলোমিটার নিষ্কাশন খাল পুনঃখনন, ৩২ হাজার ৫০০ ঘনমিটার অতিরিক্ত সংযোগ খাল পুনঃখনন ও ৯৩.৯৮ কিলোমিটার পুনঃখননকৃত খালের তীর উন্নয়ন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর