সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আমানতকারীর মৃত্যুর পর টাকা পাবেন নমিনিই

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকে টাকা রেখে কোনো আমানতকারীর মৃত্যু হলে তার নমিনি ছাড়া অন্য কারও কাছে ওই টাকা দেওয়া যাবে না— উল্লেখ করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়— নমিনি ছাড়া অন্য কারও কাছে টাকা দেওয়া যাবে না। এর আগে গত ১৯ এপ্রিল ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ছয় নম্বর প্রজ্ঞাপনটি জারি করেছিল। অবশ্য আমানতকারীর মৃত্যুর পর নমিনির বিষয়ে এর আগেও নির্দেশনা দেওয়া হয়। ব্যাংক কোম্পানি আইনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানির কাছে রক্ষিত কোনো আমানত যদি একক ব্যক্তি বা যৌথভাবে একাধিক ব্যক্তির নামে জমা থাকে তাহলে ওই একক আমানতকারী এককভাবে বা ক্ষেত্রমতো যৌথ আমানতকারীরা যৌথভাবে নির্ধারিত পদ্ধতিতে এক বা একাধিক ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। আমানতকারীর মৃত্যুর পর আমানতের টাকা মনোনীত ব্যক্তি বা ব্যক্তিদের দিতে হবে।

সর্বশেষ খবর