সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রকল্প ব্যয় বেড়েছে তিনগুণ

উচ্চ শিক্ষার মানোন্নয়ন

আহমদ সেলিম রেজা

বিশ্বব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের মেয়াদ বেড়েছে তিন বার। প্রতিবারই বেড়েছে প্রকল্প ব্যয়। ৬৮১ কোটি ৪ লাখ টাকার প্রকল্প ব্যয় বেড়ে সর্বশেষ দাঁড়িয়েছে ২ হাজার ৫৪ কোটি ৩২ লাখ টাকায়। কিন্তু শিক্ষার মান কতটা বেড়েছে—সে প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রণালয় তুলে ধরেছে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন ও অর্থ ব্যয়ের পরিসংখ্যান। সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপিত কার্যপত্র থেকে জানা যায়, ২০০৯ সালে শুরু হওয়া এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালে। লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষণ-প্রশিক্ষণ ও গবেষণার পরিবেশ উন্নয়ন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহ প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং কারিগরি ও প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি। সে লক্ষ্য অর্জনে শিক্ষা মন্ত্রণালয় এ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানসমুহে মাল্টিমিডিয়া সিস্টেম-ইলেকট্রনিক বোর্ড-সাউন্ড সিস্টেম ও আসবাবপত্র সরবরাহ করেছে। কারিকুলাম উন্নয়ন করেছে। শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষকদের শিক্ষা প্রদান ও শিক্ষার্থীদের অধ্যয়ন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৯১টি উপ-প্রকল্পের মধ্যে ৮৯টি বাস্তবায়ন করেছে। প্রকল্পের দ্বিতীয় ধাপে ১১০টি উপপ্রকল্পের মধ্যে ১০৭টি উপপ্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।  বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি সুবিধা ছড়িয়ে দিতে ওয়াই ফাই জোন প্রতিষ্ঠা, ডিজিটাল ল্যাব স্থাপন এবং বিভাগসমূহের সেলফ এসেসম্যান্ট ব্যবস্থা উন্নয়নের জন্য দ্বিতীয় ধাপে গৃহীত ১৩৫টি উপপ্রকল্পের মধ্যে ৬৫টি উপপ্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্প শেষ হবে আগামী ২০১৮ সালের ডিসেম্বরে। এর আগে দুই দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। প্রথম ধাপে ২০১৩, দ্বিতীয় ধাপে ২০১৫ এবং তৃতীয় ধাপে ২০১৮। দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০১৫ সাল পর্যন্ত এবং ব্যয় ধরা হয় ৭৫২ কোটি ৬৬ লাখ টাকা।

এদিকে, সংসদ ভবনে গতকাল সংসদীয় কমিটির সভায় একজন শিক্ষককে অনধিক তিনবার বদলি এবং সর্বমোট ছয় বছরের বেশি কোন দফতর, অধিদফতর ও সংস্থায় কর্মরত না থাকার বিষয়টি নিশ্চিত করার সুপারিশ করা হয়।  বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আফছারুল আমীন। বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রীসহ সদস্যরা অংশ নেন।

সর্বশেষ খবর