বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে। গতকাল দুপুরে নগরের মহেশখাল ও গয়নার ছড়ার দুপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন প্রমুখ।

মেয়র বলেন, ‘নগরের জলাবদ্ধতার অন্যতম কারণ খালগুলোর অবৈধ স্থাপনা। তাই অগ্রাধিকার ভিত্তিতে আমরা খালগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছি। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় নয়।’ 

চসিকের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক বলেন, ‘উচ্ছেদ অভিযানে কাজ করছেন অর্ধশত শ্রমিক।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর