বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

থাইল্যান্ডে ৩৬ পণ্যে শুল্ক সুবিধা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্যসহ ৩৬টি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা চাওয়া হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ বাণিজ্য কমিশনের (জেটিসি) বৈঠকে এই সুবিধা চাওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব শুভাশীস বসু এবং থাইল্যান্ডের পক্ষে দেশটির ডিপার্টম্যান্ট অব ট্রেড নেগোশিয়েশনের মহাপরিচালক বানিয়ারিত কালায়ানামিথ নেতৃত্ব দেন।

বৈঠক শেষে শুভাশীস বসু জানান, থাইল্যান্ডে রপ্তানি সম্প্রসারণের অংশ হিসেবে আমরা ৩৬টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়েছি। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি। থাইল্যান্ডের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে এক বা একাধিক অর্থনৈতিক অঞ্চল বরাদ্দের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। কৃষি, মত্স্য ফুড প্রসেসিং এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

সর্বশেষ খবর