বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের কিছু পর্যবেক্ষণ আপত্তিজনক

আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে উচ্চ আদালত কিছু অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ দিয়েছে। এ রায়ে কতগুলো পর্যবেক্ষণ আছে, যেগুলো আমাদের কাছে আপত্তিজনক। গতকাল বিকালে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আদালতের অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণের সুযোগ নিয়ে এবং রায়ের বিকৃত ব্যাখ্যা দিয়ে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। দলের আইন সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, রায়ের অপব্যাখ্যা দিয়ে রাজনীতির মাঠকে উত্তপ্ত করছে বিএনপি। আবদুল মতিন খসরু বলেন, ষোড়শ সংশোধনীর কয়েকটি পর্যবেক্ষণ আপত্তিকর। তবে সুপ্রিম কোর্ট আমাদের প্রতিপক্ষ নয়। কিন্তু বিএনপি ভিন্ন উদ্দেশে আমাদের সুপ্রিম কোর্টের প্রতিপক্ষ বানাতে চাচ্ছে।

সর্বশেষ খবর