শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী

মাতারবাড়ী দ্বীপ হবে আরেকটি সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মাতারবাড়ী দ্বীপ হতে যাচ্ছে আরেকটি সিঙ্গাপুর শহর। বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে এই দ্বীপের বাসিন্দারা ভবিষ্যতে নানা রকম কাজের সুযোগ পাবেন। আর মাতারবাড়ী হবে দেশের কোল পোর্ট।

গতকাল রাজধানীর একটি হোটেলে মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট সুপার ক্রিটিকাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতের ক্রাইসিসের সময় জাপান সরকার আমাদের পাশে থেকে সাহায্য করেছে। গত বছর হলি আর্টিজান হামলার ঘটনায় কয়েকজন জাপানির মৃত্যুর পরও জাপানি কর্মকর্তারা আবারও বাংলাদেশে ফিরে এই প্রকল্পের কাজ শুরু করেন।

সর্বশেষ খবর