শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘অর্থমন্ত্রীর বক্তব্য অর্থহীন ক্ষমা চাইতে হবে’

চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড প্রয়োজন নেই বলে অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অর্থহীন। তার এ বক্তব্য সাংবাদিকদের মর্মাহত, হতাশ ও ক্ষুব্ধ করেছে। অবিলম্বে ন্যক্কারজনক এ বক্তব্য প্রত্যাহার করে জাতির বিবেক সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে। নবম ওয়েজ বোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা এসব কথা বলেন। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার  চৌধুরী।

সিইউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি ইউনিটের উপ-প্রধান মাসুদুল হক, সুপ্রভাত ইউনিটের প্রধান স ম ইব্রাহিম, কর্ণফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, সিইউজে সদস্য আবদুর রউফ পাটোয়ারী, শাহরিয়ার হাসান, অনিন্দ্য টিটো প্রমুখ।

সর্বশেষ খবর