শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’

সাংস্কৃতিক প্রতিবেদক

‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিশু একাডেমিতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ শীর্ষক পাঁচ দিনের অনুষ্ঠানমালা। গতকাল বিকালে এই আয়োজনের উদ্বোধন করেন ড. মুহম্মদ জাফর ইকবাল। চলতি বছরের ২৬ মার্চ থেকে দেশজুড়ে শুরু হয় ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ শীর্ষক বই পড়া প্রতিযোগিতা। শিশু একাডেমি প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ বইটি পড়ে সারা দেশ থেকে প্রায় তিন হাজার খুদে পাঠক ‘বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ’ বিষয়ে রচনা লিখে পাঠায় এবং তাদের মধ্য থেকে ৭১ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। গতকাল সকালে ‘প্রাণের মাঝে ৭১’ শিরোনামে ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ বিষয়ে নির্বাচিত খুদে পাঠকদের কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ১১ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক আনজীর লিটন। এস এম সুলতানের জন্মদিনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী গতকাল চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লেকচার থিয়েটারে প্রদর্শন করা হয় এস এম সুলতানের জীবনীভিত্তিক তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদমসুরত’। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আয়োজনের এই প্রামাণ্যচিত্রটির প্রদর্শনের পর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা পর্ব।

সর্বশেষ খবর