শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শিক্ষক নিয়োগে উপাচার্য জড়িত এ কথা সত্যের অপলাপ : আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপাচার্য সরাসরি জড়িত থাকেন’ এ কথা  সত্যের অপলাপ। সংশ্লিষ্ট বিভাগের চাহিদার ভিত্তিতে সি অ্যান্ড ডি কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ‘জনতন্ত্র গণতন্ত্র’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে যদি শিক্ষক নিয়োগের প্রয়োজন হয় তবে সি এ্যান্ড ডি (সমন্বয় ও উন্নয়ন) কমিটি নিয়োগের জন্য সুপারিশ করে। সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এলে উপাচার্য তা অনুমোদন দেন।

সর্বশেষ খবর