শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

লাগামহীন পিয়াজ ও কাঁচা মরিচ

নিজস্ব প্রতিবেদক

লাগামহীন পিয়াজ ও কাঁচা মরিচ

বাজার দর

ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে রাজধানীর কাঁচাবাজারে লাগামহীনভাবে বাড়ছে পিয়াজের দাম। কাঁচা মরিচ, টমেটো, সবজি ও মাছের দামও বাড়ছে একইভাবে। গতকাল মহানগরীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পিয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকায়। কাঁচা মরিচ ১৪০ ও টমেটো ১৬০ টাকায়। এ ছাড়া এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। রাজধানীর বাজারগুলোয় ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। তবে ইলিশের দামে ক্রেতারা খুশি। অন্য সময়ের তুলনায় ইলিশের দাম এখন কম। গতকাল নর্দা বাজার ঘুরে দেখা গেছে,     বেশির ভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি সাদা আলু ২৫; করলা ৬০-৭০; শিম ১১০-১২০; টমেটো ১৫০-১৬০; মুলা, পেঁপে, শসা, কচুর লতি ও খিরা ৫০; ঢেঁড়স, ধুন্দল, ঝিঙা, কাঁকরোল, বেগুন, চিচিঙ্গা ৬০; বরবটি ৭০ এবং কাঁচকলা প্রতি হালি ৩০; লেবু ২০; ছোট ফুলকপি ২৫; মিষ্টিকুমড়ার ফালি ৩০; চালকুমড়া ৫০; প্রতি আঁটি লাল ও পালং শাক ২০ এবং পুঁই ও ডাঁটা শাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে। এ বাজারের সবজি বিক্রেতা কামাল হোসেন বলেন, গত সপ্তার তুলনায় সবজির দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। বৃষ্টির কারণে সরবরাহ কম। এ ছাড়া বন্যায় কৃষকের ফসল নষ্ট হয়েছে। আর বর্ষা মৌসুমে সবজি কম পাওয়া যায়। এসব কারণে সবজির দাম বেড়েছে। এ বাজারে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস ৫০০ থেকে ৫১০, খাসির ৭৫০, ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ১ কেজি ওজনের প্রতি পিস কক মুরগি ২৩০-২৫০ এবং দেশি মুরগি ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা মো. খালেদ বলেন, ‘সবজির দাম এত বেশি যে যেটা ধরি সেটাই ৬০ টাকা। মাছের দামও বেড়েছে। গত সপ্তায় প্রতি কেজি বেলে মাছ কিনেছি ৪০০ টাকায়, গতকাল দাম হাঁকছে ৫০০ টাকা। ছোট মাছও ৩০০ টাকার নিচে নেই। বাজারে হাজার টাকা সঙ্গে নিয়ে আসতে হয়। এর পরও ব্যাগ ভরে না।’ এদিকে সবজির সঙ্গে মিল রেখে বেড়েছে মাছের দামও। বাজারে প্রতি কেজি রুই, কাতলা ৩০০-৩৫০; তেলাপিয়া ১৪০ থেকে ১৮০; সিলভার কার্প ১৮০-২০০; আইড় ৪০০-৫০০; মেনি ৩০০-৩৫০; বেলে প্রকারভেদে ৩০০-৪০০; বাইন (ছোট) ৩০০-৪০০; বাইন (বড়) ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গলদা চিংড়ি ৬০০-৮০০, পুঁটি ২০০-৩৫০, পোয়া ৪০০-৪৫০, মলা ৩২০-৩৫০, পাবদা ৫০০-৬০০, বোয়াল ৪৫০-৫০০, শিং ৪০০-৭০০, দেশি মাগুর ৪০০-৭০০, শোল ৪০০-৭০০, পাঙ্গাশ ১৬০-২০০, চাষের কই ২০০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ৭০০-৮০০ গ্রামের ইলিশ প্রতি পিস বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকায়। আর ১ কেজি ওজনের প্রতিটি বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়। তবে ডিমের দাম গত সপ্তার মতো অপরিবর্তিত রয়েছে। ফার্মের লাল ডিম প্রতি হালি ৩০-৩২, দেশি মুরগির ডিম ৪৪ আর হাঁসের ডিম ৪০-৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর