শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চুরির দুই ঘণ্টা পর নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে মায়ের কোল থেকে নবজাতক চুরির দুই ঘণ্টা পর নানী বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নবজাতকের নানা ও খালাকে পুলিশ আটক করলেও অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেয় পুলিশ। কোতোয়ালি মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, তিন বছর আগে হিন্দু ধর্মের অনুসারী এক যুবককে প্রেম করে বিয়ে করেন হাসপাতালের পোস্ট অপারেটিভ ইউনিটের চুক্তিভিত্তিক কর্মচারী ফারজানা আক্তার। তাকে বিয়ের পর ওই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপরও বিয়ে মেনে নেয়নি ফারজানার পরিবার। তারা স্বামী জীবনকে তালাক দেওয়া ও গর্ভের সন্তান নষ্ট করতে ফারজানাকে চাপ প্রয়োগ দিতে থাকে। এদিকে, গত বুধবার রাতে কন্যা শিশুর জন্ম দেয় ফারজানা। শিশু সন্তান জন্ম দেওয়ার পর থেকে ফারজানার পরিবার নবজাতককে বিক্রি করে দেওয়ার চেষ্টা চালায়।

সর্বশেষ খবর