শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় বাচিকশিল্পীদের ‘শ্রাবণের শোকগাথা’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় বাচিকশিল্পীদের  ‘শ্রাবণের শোকগাথা’

আর কদিন পরই শোকাবহ সেই ১৫ আগস্ট, বাঙালির শোকের দিন। এ উপলক্ষে গতকাল শিল্পকলায় বাচিকশিল্পীদের কণ্ঠে ফুটে উঠেছিল ‘শ্রাবণের শোকগাথা’। একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। জাতীয় শোক দিবস উপলক্ষে যৌথভাবে এ কবিতা আসরের আয়োজন করে শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা আবৃত্তি করেন ২৪ বাচিকশিল্পী। 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব : ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হয় এ উৎসব।

সর্বশেষ খবর