রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভারতীয় গরুতে বিজিবির অসহযোগিতা

এনবিআরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার আগে সীমান্ত পথে বৈধভাবে গরু আমদানিতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। বিজিবি প্রধান আগেই ঘোষণা দিয়েছিলেন, ভারতীয় গরু বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের ঈদে প্রায় ৪৫ লাখ পশু কোরবানি হওয়ার সম্ভাবনা আছে। গত বছর সারা দেশে কোরবানি হওয়া গরু-মহিষের সংখ্যা ছিল ৪৪ লাখ ২০ হাজার। দেশীয় চাহিদা পূরণে প্রতি বছরই ভারতীয় গরু বৈধভাবে আমদানি করেন ব্যবসায়ীরা। গরু আমদানিতে বিজিবির বাধা ও অসহযোগিতা সম্পর্কে গত ৬ আগস্ট এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক গোয়েন্দা ও নিলাম) জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়— কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তে অবস্থিত বাঘভাণ্ডা, ডিয়াভাঙ্গা, ঢলভাঙ্গা, বহলকুড়ি ও ভোটহাট ক্যাম্পসহ সব ক্যাম্পে দায়িত্বরত বিজিবির সদস্যরা গরু আমদানিতে বাধা সৃষ্টি করছেন। পত্রে বলা হয়, সীমান্ত এলাকায় গরু আমদানি একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা ও সেই গরুর সদ্ব্যবহারে সহায়তা করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অভিপ্রায় অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব দফতরে পত্র পাঠানো হয়েছে। এ অবস্থায়  উল্লিখিত অভিযোগ নিয়ে বিজিবির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআর সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

সর্বশেষ খবর