সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাবিতে পদত্যাগের হিড়িক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবিতে পদত্যাগের হিড়িক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবদুস সোবহান নিয়োগ পাওয়ার তিন মাসের মধ্যে প্রশাসনের ছয়টি গুরুত্বপূর্ণ পদের প্রশাসকরা পদত্যাগ করেছেন। রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগার প্রশাসক, কলেজ পরিদর্শক ও প্রক্টরের পর গতকাল সর্বশেষ পদত্যাগ করেছেন জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. মশিহুর রহমান। বেলা ১১টায় রেজিস্ট্রার অধ্যাপক এম বারীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে  গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার তিন ঘণ্টার মাথায় গণিত বিভাগের অধ্যাপক মো. লুত্ফর রহমানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৭ মে অধ্যাপক আবদুস সোবহান রাবি উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার ১৫ ঘণ্টার মাথায় পদত্যাগ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক। কিন্তু উপাচার্য সেই পদত্যাগপত্র গ্রহণ করেননি। এর ৫৩ দিন পরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক এম এ বারীকে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়।

গত ৪ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে রাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আসাবুল হক। এ ছাড়াও ব্যক্তিগত কারণ দেখিয়ে গ্রন্থাগার পরিদর্শক ও কলেজ পরিদর্শকরাও এই প্রশাসন দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করেন।  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র জানায়, সাধারণত উপাচার্যের পছন্দমতো শিক্ষকরাই এই পদগুলোর দায়িত্ব পেয়ে থাকেন। স্বেচ্ছায় পদত্যাগ করা ওই ছয়জন শিক্ষকই আগের উপাচার্যের সময়ে নিয়োগ পেয়েছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর