সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কাটাকাটি হলে বিনিয়োগ আসবে না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কাটাকাটি হলে বিনিয়োগ আসবে না : অর্থমন্ত্রী

দেশের বিনিয়োগ পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল কেনিয়ার জন্য ওয়েস্টার্ন মেরিনের তৈরি করা অফশোর পেট্রল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, হরতাল, মারামারি, কাটাকাটি হলে বিনিয়োগ আসবে না। ২০১৩ সালে সেই পরিস্থিতি তৈরি করা হয়েছিল। যদিও তা আমরা কাটিয়ে উঠেছি। এখন দেশে বিনিয়োগে ঊর্ধ্বগতি। অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ হচ্ছে না, এমন কথা বলা যাবে না। অবকাঠামোগত বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলো যদি ২০ বছর মেয়াদি তিন বা চার শতাংশে ঋণ দেয় তাহলে এ শিল্প থেকে আরও বৈদেশিক মুদ্রা অর্জন হবে।

সর্বশেষ খবর