শিরোনাম
সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শোক দিবসে ১৮০০ ব্যাগ রক্ত সংগ্রহের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের রাউজানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন। এবার ১ হাজার ৮০০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হবে। এর আগে প্রতি বছর ৭০০-৮০০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হতো। আগামীকাল রাউজানের বিভিন্ন এলাকায় এসব রক্ত সংগ্রহ করবে সন্ধানীসহ বিভিন্ন সংগঠন। খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভার পাশাপাশি প্রায় ৩০ হাজার মানুষের জন্য দরিদ্রভোজের আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এ রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এবিএম ফজলে করিম চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাউজানে কয়েক বছর ধরেই রক্তদান কর্মসূচি পালন করে আসছি। সন্ধানীতে রক্তদানে রাউজান গত তিনবার শ্রেষ্ঠ হয়েছে। এ কৃতিত্ব রাউজানবাসীর। এ বিষয়ে তরুণদের উচ্ছ্বাসই বেশি দেখা যায়। সংগৃহীত সব রক্ত বিনামূল্যে যাতে রোগীরা পায় সে ব্যবস্থা করেছি। রাউজানকে গ্রিন, পিংক ও ক্লিন করতে সবার সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ খবর